• Circle of Quran থেকে মুয়াল্লিম হিসেবে আপনি কী কী সহযোগিতা পাবেন?
1. প্রশিক্ষণ শেষে প্রত্যেক উত্তীর্ণ মুয়াল্লিম ‘প্রশিক্ষণ সার্টিফিকেট’ পাবেন।
3. প্রত্যেক মুয়াল্লিম সার্কেল অব কুরআন এর অফিসিয়াল ‘নিয়োগপত্র’ পাবেন।
4. প্রশিক্ষণ শেষে সার্কেল অব কুরআন এর পক্ষ থেকে ‘উপহার’ পাবেন।
5. মক্তব চালালে Moktob Charity এর যাকাত ফান্ড বণ্টনের ক্ষেত্রে দরিদ্র মুয়াল্লিমদের অগ্রাধিকার দেওয়া হবে।
6. মক্তবের শিক্ষার্থীদের সকল পরীক্ষা ব্যবস্থাপনায় সহায়তা পাবেন।
7. সার্কেল অব কুরআন এর পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর ও সার্বিক সহযোগিতা পাবেন।